• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে প্রেরণ, ব্যালট পেপার যাবে কাল সকাল

  • ''
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০২৪

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে। ৭ জানুয়ারি সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান সহকারি রিটার্নিং অফিসার এম এম আশিক রেজা।

 শনিবার (৬ জানুয়ারি) নির্বাচন অফিস হতে প্রিজাইটিং অফিসারদের মাঝে ভোট কেন্দ্রের নির্বাচনী সকল সরঞ্জাম দেয়া হয়েছে। নিরাপত্তার বলয়ে সে সরঞ্জামগুলো পাঠানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। প্রিজাইটিং অফিসারদের দেয়া হয়েছে পুলিশ ও আনসার সদস্য। নীলফামারী-৪ আসনের ৯টি ইউনিয়নে ৭৮টি কেন্দ্রে এসকল সরঞ্জাম পাঠানো হয়েছে।

অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সেনাবাহিনী, বিজিপি, র‌্যাব, পুলিশের সদস্যরা কাজ করছে। এছাড়া এ উপজেলায় ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

সহকারি রিটার্নিং অফিসার এম এম আশিক রেজা জানান- নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। কাল সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সকল ধরণের প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads